কথায় আছে ভূত তাড়ানোর সর্ষের ভেতর যদি ভূত থাকে তাহলে সেই ভূত ছাড়ানো সম্ভব নয়। আমাদের দেশে অনেক ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠলে, সেই অভিযোগ যাচাইয়ে সংশ্লিষ্টদেরই দায়িত্ব দেয়া হয়। এতে গোড়ায় গলদ থেকেই যায়। বিষয়টির গভীরে যাওয়া হয় না। সমস্যার সমাধানও সম্ভব হয় না। কারণ যারা সমস্যা চিহ্নিত করবেন, তারা যদি স্বচ্ছ না হন, সেই সমস্যা দূর হওয়া সম্ভব নয়। এ কারণে নিরপেক্ষ এবং যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেয়া দরকার। বিশেষ করে পুঁজিবাজারের মতো স্পর্শকাতর একটি জায়গায় স্বচ্ছতা আনতে হলে বিষয়টির ওপর গুরুত্বারোপ জরুরি।
এতোগুলো বছর চলে গেল, দেশের পুঁজিবাজার অনিয়মমুক্ত করা গেল না বরং দিনদিন সংকট আরো বাড়ছে। গুণগত কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। জোড়াতালি দিয়ে বাজার ঠিক রাখার চেষ্টা আগেও অনেক হয়েছে, কিন্তু কাজ হয়নি। সমস্যার মূলে হাত দেয়া হচ্ছে না। এ কারণে পুঁজিবাজার সংকটের স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না। যখনই সংকট গুরুতর হয়, তখনই সংশ্লিষ্টরা নড়েচড়ে বসেন। কয়েক দিন পরই আবার তারা হাল ছেড়ে দেন বা ঝিমিয়ে পড়েন। এই ধরনের প্রবণতা থাকলে বাজারে স্বচ্ছতা আসবে না। প্রয়োজন সমস্যার মূলে হাত দেয়া।