সরকারের প্রণোদনা ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাই কাম্য

সারাবিশ্বে চলছে স্মরণকালের সবচেয়ে বড় মৃত্যু আতঙ্ক। কোভিড-১৯ রোগের প্রকোপে বিভিন্ন দেশে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে।  চলছে লকডাউন। এতে ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। কর্মহীন হয়ে পড়ছে কোটি কোটি মানুষ। আমাদের দেশেও চলছে একই অবস্থা। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে। গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের ক্ষয়-ক্ষতি মোকাবিলার জন্য দেশের অর্থনৈতিক প্রভাব উত্তরণে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। সরকারের এই পদক্ষেপ সময়োপযোগী। এটিকে আমরা সাধুবাদ জানাই। একই সঙ্গে কামনা করছি, এই প্রণোদনা যেন প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে। আর এ বিষয়টিও নিশ্চিত করতে হবে সরকারকেই। কারণ অতীতে দেখা গেছে দুস্থ কিংবা ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পৌঁছার বিষয়ে অনেক ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। যা কাম্য নয়। বিশেষ করে গরিব মানুষ এখন খুবই বিপদে রয়েছে। তারা হক থেকে বঞ্চিত হলে এটি হবে চরম অমানবিক। আমরা আশা করবো সংশ্লিষ্টরা বিষয়টি খুবই মানবিক ও সততার সঙ্গে বাম্তবায়ন করবেন।