লেনদেন হাজার কোটি টাকা ছাড়ানো শুভ লক্ষণ

নতুন বছরের প্রথম কার্যদিবসের মতো দ্বিতীয় কার্যদিবস সোমবারও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বেড়েছে।

সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এতে ১৩ কার্যদিবস পর আবারও ডিএসইতে হাজার কোটি টাকার ওপরে লেনদেনে দেখা গেলো। বলা যায় এটি পুঁজিবাজারের জন্য শুভ লক্ষণ।

মূল্যসূচক ও লেনদেন বাড়ার পাশাপাশি দাম বাড়ার তালিকায় উঠে এসেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এমনকি পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ার দিনের দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে। এরপরও লেনদেনের একপর্যায়ে এ প্রতিষ্ঠানগুলোর শেয়ার বিক্রেতার সংকট দেখা দেয়।

বছরের প্রথম কার্যদিবসের মতো দ্বিতীয় কার্যদিবসেও বাজারে বড় উত্থান হবে এমটাই প্রত্যাশা করছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু শেষ আধা ঘণ্টার লেনদেনে বিক্রির চাপ বড় মূলধনের কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। ফলে আটকে যায় সূচকের বড় উত্থান। অবশ্য এরপরও সূচক ঊর্ধ্বমুখী থেকেই দিনের লেনদেন শেষ হয়। এখন দেখার বিষয় হচ্ছে এর ধারাবাহিকতা কতটুকু বাজায় থাকে। তবে সঠিক পথে পরিচালিত হলে বাজারের অগ্রগতি কেবল সময়ের ব্যাপার।

Tagged