লভ্যাংশের ধারা অব্যাহত রাখার আশ্বাস ইনফরমেশন সার্ভিসেসের

এসএমজে ডেস্ক:

লভ্যাংশের ধারা অব্যাহত রাখবে আশাবাদ ব্যক্ত করে পুঁজিবাজারের তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আইভি কনভেনশন সেন্টারে ২৪ তম বার্ষিক সাধারণ সভায়(এজিএম)এ আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় বিনিয়োগকারীদের পূর্ব ঘোষিত জন্য ২ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়।

এর আগে গত ২৭ অক্টোবর কোম্পানির পরিচালনা পর্ষদ ওই লভ্যাংশ সুপারিশ করে। কোম্পানিটি সর্বশেষ ২০১২ সালে ৫ শতাংশ বোনাস শেয়ার দিয়েছিল। দীর্ঘ ৬ বছর পর ২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করলেও বিনিয়োগকারীদের মধ্যে সন্তুষ্টি দেখা গেছে। তারা দাবি করেন লভ্যাংশের ধারা যেন অব্যাহত থাকে।

এজিএমে সভাপতিত্ব  করেন, কোম্পানিটির ভাইস চেয়্যারম্যান ও উদ্যেক্তা পরিচালক শিরিন হক। এছাড়া উপস্থিত ছিলেন বিনিয়োগকারী পরিচালক সাজিদুর সিরাজ, স্বতন্ত্র পরিচালক মোস্তফা আকবর, আল-আমিন এবং কোম্পানির সচিব এম ডি হাসান আলী।

এসএমজে/২৪/ঝি

Tagged