রেকর্ডের চেয়েও বেশি প্রয়োজন স্থিতিশীল পুঁজিবাজার

গত মঙ্গলবারও দেশের পুঁজিবাজারে উত্থান হয়েছে। এদিন নতুন মাইলফলক ছুঁয়েছে প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। লেনদেনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৫৪ পয়েন্ট বেড়ে ৬৫৩৫ পয়েন্টের নুতন মাইলফলক স্পর্শ করেছে।

ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই-শরিয়াহ্ ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪২৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩৬৬ পয়েন্টে। এছাড়া, বাজার মূলধনেও পুঁজিবাজার নতুন মাইলফলকে অবস্থান করছে।

দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ সৃষ্ট অতিমারির মধ্যে বাজারের এই্ অবস্থা খুবই ইতিবাচক। এমন একটি বাজারের প্রত্যাশয় ছিলেন বিনিয়োগকারীরা। তবে যে কথাটি সর্বাগ্রে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, রেকর্ডের চেয়েও বড় বিষয় হচ্ছে স্থিতিশীল পুঁজিবাজার। বাজার যদি স্থিতিশীল হয় বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবেন। তাদের অংশগ্রহণ স্বাভাবিক থাকলে বাজারের পরিসর বাড়বে। এতে সন্দেহ নেই। তখন হয়তো বাজার আরও নতুন উচ্চতায় যাবে। ওই অবস্থায় বাজারের গুণগত পরিবর্তনের বিষয়টিই গুরুত্ব পাবে। যেটি বিশ্বের অনেক উন্নত বাজারে দেখা যায়। তখন বাজার সম্পর্কে নেতিবাচক ধারণাগুলো কেটে যাবে। মানুষ নির্ভর করার মতো একটি ক্ষেত্র পাবে।

Tagged