এসএমজে ডেস্ক:
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪১ কোম্পানির মোট ৮৯ লাখ ১ হাজার ৮৯২ টি শেয়ারের লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ২৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে এস.এস. স্টিল লিমিটেড। কোম্পানিটির মোট ৮ কোটি ৪১ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির মোট ৬ কোটি ২৪ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ব্রিটিশ এ্যামেরিকান টোবাকো কোম্পানির মোট ৩ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- এ্যাপোলো ইস্পাত, বারাকা পাওয়ার, বাংলাদেশ ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, বাংলাদেশ থাই এ্যালুমিনিয়াম, বিকন ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ডেল্টা ব্র্যাক হাউজিং, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন হার্ভেস্ট, গ্রামীনফোণ, গ্রামীণ ওয়ান স্কিম: টু, গ্রীণ ডেল্টা মিউচুয়াল ফান্ড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, কোহিনুর কেমিক্যাল, লংকাবাংলা ফাইন্যান্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, এমএল ডাইং, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট এ্যান্ড কমার্স ব্যাংক, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ফার্মা এইডস, ফিনিক্স ফাইন্যান্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রবি আজিয়াটা লিমিটেড, রূপালী ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট এ্যান্ড স্পা, এসকে ট্রিমস, সোনালী পেপার এ্যান্ড বোর্ড মিলস, শাইন পুকুর সিরামিক, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, স্টান্ডার্ড সিরামিক, ট্রাস্ট ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড।
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/তা