ব্লক মার্কেটে ২৪ কোম্পানির লেনদেন ৯৬ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের দ্বীতিয় কার্যদিবস আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ২৪ কোম্পানির মোট ১ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৮২১ টি শেয়ারের লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৯৬ কোটি ১৮ লাখ ৮৩ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির মোট ৬০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ১৫ কোটি ৬৭ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা গ্রামীনফোনের মোট ৬ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- আমান কটন ফাইবার্স, এসিআই লিমিটেড, এডিএন টেলিকম, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, আইএফআইসি ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স কোম্পানি, খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং, এম. এল ডাইং, নাহি এ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি, নর্দান ইসলামি ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টস, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি, এসকে ট্রিমস, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/তা

Tagged