সুশাসন থাকলে পুঁজিবাজারের উন্নতি অসম্ভব নয়

অর্থনীতির চাকায় গতি সৃষ্টি করতে বিশ্বব্যাপি পুঁজিবাজারকে অন্যতম হাতিয়ার মনে করা হয়। পুঁজিবাজারের সম্ভাবনা কাজে লাগিয়ে অনেক দেশ নিজেদের অর্থনীতি মজবুত করেছে। আমাদের দেশে সেভাবে এখনও পারা যায়নি। তবে এর সময়ও শেষ হয়ে যায়নি। দেশের পুঁজিবাজারে যদি সুশাসন কায়েম করা যায়, তাহলে উন্নতি অসম্ভব কিছু নয়।

জনবহুল দেশ হওয়ায় আমাদের কিছু অসুবিধা থাকলেও জনসংখ্যাকে যদি জনশক্তি হিসেবে গড়ে তোলা যায়, তাহলে এর সুফল ভোগ করবে গোটা জাতি। একটি দেশের শিল্পায়নে সব চেয়ে এবং কার্যকর ভূমিকা রাখতে পারে পুঁজিবাজার। কারণ কোম্পানিগুলো সহজ শর্তে দীর্ঘ মেয়াদি পুঁজির জোগান পেতে পারে এখান থেকে। পাশাপাশি দেশের একটি বড় সংখ্যার মানুষ পুঁজিবাজারে বিনিয়োগ করে নিজের ভাগ্য বদলাতে পারে। তবে এ সবকিছুর জন্যই সুশাসন দরকার। এটি কেবল পুঁজিবাজারই নয় সব ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। তবে পুঁজিবাজার যেহেতু একটি স্পর্শকাতর জায়গা, এখানে সুশান বেশি গুরুত্বপূর্ণ। কোনো ধরনের লেপছেপ দিয়ে চালিয়ে যায়ওয়ার জায়গা এটি নয়। তাই আমরা বলতে চাই, বর্তমানে বাজার কিছুটা ইতিবাচক ধারায় রয়েছে। এখন সুশাসনের মাধ্যমে এই বাজারকে একটি লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

Tagged