ব্লক মার্কেটে ১৮ কোম্পানির লেনদেন ২০ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ১৮ কোম্পানির মোট ৪৪ লাখ ৯১ হাজার ৬৪১ টি শেয়ারের লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ২০ কোটি ৫৫ লাখ ৮৮ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। কোম্পানিটির মোট ৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ এ্যামেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মোট ৫ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিল লিমিটেডের মোট ৩ কোটি ২১ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- আমান কটন ফাইবার্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, কোহীনূর কেমিক্যালস, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, মুন্নু সিরামিক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, সি-পার্ল বীচ,এসকে ট্রিমস এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/তা

Tagged