ব্রোকারেজ হাউসে অনিয়ম: শুধু অর্থদণ্ড নয়, কারাদণ্ডের ব্যবস্থা হোক

বানকো সিকিউরিটিজ এবং প্রতিষ্ঠানটির পরিচালকদের সংশ্লিষ্ট আরও ১০টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্রে এই তথ্য জানা যায়।

ব্রোকারেজ হাউসগুলোর নানা ধরনের অনিয়ম নতুন কিছু নয়। এর আগেও অনিয়মের ঘটনা ঘটেছে। এসব ক্ষেত্রে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অনিয়ম বন্ধ হয়নি। অনেক ক্ষেত্রেই সামান্য অর্থদণ্ডের মাধ্যমে অনিয়মকারীরা ছাড় পেয়ে যান। হাজার টাকা অনিয়ম করে দশ টাকার দণ্ডে তাদের কিছু যায় আসে না। তারা আবার একই ধরনের কাজ করে থাকেন।

আমরা বহুদিন ধরে লিখে আসছি, অনিয়মকারীদের শুধু অর্থদণ্ড নয়, কারাদণ্ডের ব্যবস্থা করা হোক। কারণ টাকা দিয়ে পার পাওয়া তাদের জন্য সহজ কাজ। এ কারণে বিষয়টির প্রতিকার হচ্ছে না। একই সঙ্গে শুধু বানকো সিকিউরিটিজ নয়, আরও যেসব হাউস অনিয়ম করছে, তাদের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। তা হলেই এই ধরনের অনিয়ম বন্ধ করা সম্ভব।

Tagged