পুঁজিবাজারে নন-প্রফিটেবল অর্গানাইজেশনের বন্ড ইস্যু কোন স্বার্থে

প্রথমেই মনে রাখা ভালো, একটি দেশের পুঁজিবাজার সে দেশের অর্থনীতিকেই প্রাধান্য দিয়ে পরিচালিত হওয়া বাঞ্ছনীয়। তবে অর্থনীতিতে কোন ধরনের স্বার্থ রক্ষা করবে পুঁজিবাজার? এ প্রশ্রের একটি উত্তর হতে পারে, দেশ ও সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থই এখানে মুখ্য হওয়া প্রয়োজন। এটি যদি বিবেচনায় নেওয়া হয়, তাহলে প্রশ্ন আসে পুঁজিবাজারে নন-প্রফিটেবল অর্গাইনাইজেশনের বন্ড ইস্যু কেনো? বিশেষ করে নন-প্রফিটেবল অর্গানাইজেশন, সেগুলো মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করে, এসব অর্গানাইজেশন সরাসরি কোনো ধরনের উৎপাদনেও নেই। এর মধ্য দিয়ে টাকা পুঁজিবাজারের বাইরে চলে যাবে। এই টাকা বাজারে লেনদেন হলে বাজারের পরিসর বাড়ার পাশাপাশি বিনিয়োগকারীরা বেশি মুনাফার সুযোগ পাবেন। ফলে এ ধরনের বিষয় অর্থনীতির কোন ধরেনের স্বার্থ রক্ষা করবে বিষয়টি বোধগম্য নয়।

আমরা বরাবরই পুঁজিবাজারের সম্প্রসারণে আস্থা রাখতে চাই। তবে সেটি হওয়া দরকার যৌক্তিক এবং বাস্তব সম্মত উপায়ে। দেশে অনেক ধরনের স্বল্প পুঁজির উদ্যোক্তা রয়েছেন। যারা টাকার অভাবে আশানুরূপ উৎপাদনে যেতে পারছেন না। তাদেরকে পুঁজিবাজারে সুযোগ করে দেওয়া হোক। এমনকি ১-২ কোটি টাকাও যাতে তারা পুঁজিবাজার থেকে সংগ্রহ করতে পারেন, সেটি প্রাধান্য দেওয়া হোক। এতে শিল্পয়ান ও পুঁজিবাজার উভয় পরিসরই বৃদ্ধি পাবে। এটি কর্ম সংস্থানের ক্ষেত্রে দেশের মানুষের জন্য সুযোগ তৈরি করবে। পাশাপাশি দেশের অর্থনীতির স্বার্থও রক্ষা হবে।

Tagged