ব্যাংকগুলোর বিনিয়োগে আর কত কালক্ষেপণ

পুঁজিবাজারে তারল্য সংকট কাটাতে তফসিলি ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নমীয় সুবিধায় প্রতিটি ব্যাংককে দেওয়া হয়েছে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করার সুযোগ। এর ফলে বাজারে প্রায় ১২ হাজার কোটি টাকা বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের চাওয়া সত্ত্বেও পুঁজিবাজারে বিনিয়োগে আসেনি বেশিরভাগ ব্যাংক। গত ফেব্রুয়ারি এই ফান্ড গঠনের নির্দেশনা জারি হওয়ার পর ৭-৮টি ব্যাংক তহবিল গঠনের কথা জানিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। কিন্তু এই তহবিল থেকে বাস্তবে কত টাকা বিনিয়োগ হয়েছে তা প্রকাশ করা হয়নি। অন্যদিকে বাকি ব্যাংকগুলো বিনিয়োগ তো দূরের কথা গত পাঁচ মাসে তহবিল গঠনেরই উদ্যোগই নেয়নি। এতে পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন ওঠা স্বাভাবিক- ব্যাংকগুলোর বিনিয়োগে আর কত কালক্ষেপণ? সরকারের নির্দেশনা এভাবে অগ্রাহ্য করলে পুঁজিবাজার স্থিতিশলীতারি বিষয়টি ক্ষতিগ্রস্ত হতে পারে। বাজার সংশ্লিষ্টদের ধারণা, এখন পর্যন্ত এসব ব্যাংক সবাই মিলে ২শ কোটি টাকা বিনিয়োগ করেছে কিনা তা নিয়েই আছে সন্দেহ। অথচ প্রতিটি ব্যাংকেরই ২শ কোটি টাকা করে বিনিয়োগ করার কথা। এটি বাস্তবায়ন হলে বর্তমান অতি মন্থর পুঁজিবাজারে কিছুটা হলেও গতির সঞ্চর হওয়ার সম্ভাবনা রয়েছে। তারল্য সংকটের পাশাপাশি করোনা আতঙ্কে গতিহীন পুঁজিবাজারে গতিশীলতা ফেরাতে তাই ব্যাংকগুলোর বিনিয়োগ খুবই প্রয়োজন।

Tagged