এসএমজে ডেস্ক:
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানি। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ ডিসেম্বর সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি তা প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
নিচে ছকের মাধ্যমে কোম্পানিগুলোর বোর্ড সভার তথ্যচিত্র তুলে ধরা হলো-
| কোম্পানির নাম | বোর্ড সভার তারিখ | বোর্ড সভার সময় | 
| ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ | ২৬ জানুয়ারি | বিকেল ৪ টায় | 
| রংপুর ফাউন্ড্রি লিমিটেড | ২৫ জানুয়ারি | বিকেল ৪টায় | 
| এএমসিএল (প্রাণ) | ২৫ জানুয়ারি | বিকেল সাড়ে ৩ টায় | 
| আনোয়ার গ্যালভানাইজিং | ২৭ জানুয়ারি | বিকেল সাড়ে ৩ টায় | 
| দেশ গার্মেন্টস | ২৭ জানুয়ারি | বিকেল ৪ টায় | 
| ইষ্টার্ণ হাউজিং লিমিটেড | ২৭ জানুয়ারি | বিকেল সাড়ে ৩ টায় | 
| যমুনা অয়েল | ২৭ জানুয়ারি | বিকেল ৪ টায় | 
| জুট স্পিনার্স | ২৫ জানুয়ারি | বেলা ১১ টায় | 
| মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস্ | ২৮ জানুয়ারি | বিকেল সাড়ে ৩ টায় | 
| সাইফ পাওয়ারটেক | ২৯ জানুয়ারি | বিকেল ৪ টায় | 
| বেক্সিমকো ফার্মা | ২৮ জানুয়ারি | বিকেল সাড়ে ৩ টায় | 
| বেক্সিমকো লিমিটেড | ২৮ জানুয়ারি | বিকেল ৪ টায় | 
| শাইন পুকুর সিরামিক | ২৮ জানুয়ারি | বিকেল সাড়ে ৪ টায় | 
| বেক্সিমকো সিনথেটিক্স | ২৮ জানুয়ারি | বিকেল ৫ টায় | 
| রেনউইক যজ্ঞেশ্বর | ২৮ জানুয়ারি | দুপুর ২টা ৩৫ মিনিটে | 
| জেনারেশন নেক্সট | ২৯ জানুয়ারি | বিকেল ৩ টায় | 
| বারাকা পাওয়ার | ৩০ জানুয়ারি | বিকেল সাড়ে ৫ টায় | 
| এপেক্স ট্যানারী | ২৭ জানুয়ারি | বিকেল ৩ টায় | 
এসএমজে/২৪/বা
