করোনায় ক্ষতিগ্রস্ত শিল্পখাত উন্নয়নে নিয়ামক হতে পারে পুঁজিবাজার

বর্তমান সময়ে দেশের পুঁজিবাজার নিয়ে নানা ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। এই ধারণা তৈরি হওয়ার কারণ কী? আমরা কি গভীরভাবে খতিয়ে দেখেছি? অনেক সময়ই আমরা কোনো বিষয়ে গভীরে যেতে চাই না। কেবল পরকথা ও গুজবের মধ্যে থাকার একটি প্রবণতাও কারো কারো মধ্যে বিদ্যমান। সারা পৃথিবী আধুনিক অর্থনীতিতে পুঁজিবাজারকে শিল্পবান্ধব, অর্থনীতিবান্ধব একটি ক্ষেত্র হিসেবে দেখে থাকে এবং সঠিক উপায়ে কাজে লাগিয়ে আসছে। কিন্তু আমরা সেভাবে পারছি না। এর জন্যতো পুঁজিবাজার দায়ী নয়। দায়ী হচ্ছে বাজার ব্যবস্থাপনা। বাজার ব্যবস্থাপনাকে আমরা স্বচ্ছ করতে পারিনি বলে মানুষের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি এক অজানা সংকটের মধ্যে পড়েছে, এটি অস্বীকার করার উপায় নেই। আমাদের অর্থনীতি এবং শিল্পখাতও বিভিন্নভাবে ক্ষতির স্বীকার, এটি মানতেই হবে। পাশাপাশি এই সংকট থেকে উত্তরণের সঠিক পথও আমাদের বের করতে হবে। সেখানে পুঁজিবাজার একটি অন্যতম নিয়ামক হিসেবে কাজে আসতে পারে বলে আমাদের ধারণা। যদি চলমান সীমাবদ্ধতা, অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, অদক্ষতা দূর করে পুঁজিবাজারকে কাজে লাগানো যায়, তাহলে করোনায় ক্ষতিগ্রস্ত শিল্পখাতকে নতুন মাত্রায় বিকশিত করার একটি সম্ভবনা তৈরি হতে পারে।

Tagged