বেওয়ারিশ লাশেরও ব্যবস্থা হয়, বিনিয়োগকারীদের জন্য কেউ নেই!

বেওয়ারিশ লাশেরও গোরস্থ কিংবা সৎকারের জন্য কেউ না কেউ এগিয়ে আসে। তারও একটা ব্যবস্থা হয়, কিন্তু বাংলাদেশের বর্তমান পুঁজিবাজারে বিপদগ্রস্ত বিনিয়োগকারীদের পাশে যেনো কেউ নেই! তারা অকূল দরিয়ায় হাবুডুবু খাচ্ছেন। তলিয়ে যাচ্ছেন। নিঃস্ব হয়ে আহাজারি করছেন। দৃশ্যত পুঁজিবাজার কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কিছুই করতে পারছে না। প্রায় প্রতিদিনই বাজারে বড় বড় দরপতন হচ্ছে, সূচকে ধস নামছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা অসহায় হয়ে আর্তনাদ করছেন। আন্দোলন করছেন। কোনো প্রতিকার হচ্ছে না।

মনে রাখা প্রয়োজন পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই দেশেরই মানুষ। তারা আমাদের কারো না কারো ভাই-বন্ধু-স্বজন। তাদের ক্ষতি মানে দেশেরই ক্ষতি। এর মাধ্যমে আমরা সবাই কমবেশি ক্ষতিগ্রস্ত। তাই লাখ-লাখ বিনিয়োগকারীর কথা বাদ দিয়ে দেশের উন্নয়নের কথা ভাবতে ভাবা যায় না। এটি কোনোভাবেই সম্ভব নয়। এ কারণে পুঁজিবাজারের যারা নীতিনির্ধারক, যারা বাজারকে নিয়ন্ত্রণ করেন তাদের উচিৎ বিনিয়োগকারীদের জন্য কিছু করা। এতে শুধু বিনিয়োগকারীই নয় দেশের পুঁজিবাজার রক্ষা পাবে। পুঁজিবাজার রক্ষা মানে দেশের অর্থিনীতির উন্নয়ন। বিষয়টি উপলব্ধি করে দ্রুত ব্যবস্থা নেয়া দরকার। তা না হলে ইতিহাসের দায়্ এড়ানো যাবে না। এটি এখন সকলের জন্যই বড় কর্তব্য।

Tagged