ব্লক মার্কেটে ১৪ কোম্পানির লেনদেন ১২ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ বুধবার মোট লেনদেন হয়েছে ১২ কোটি ১৫ লাখ ৪৪ হাজার টাকা। ১৪ কোম্পানির মোট ৩০ লাখ ২৮টি শেয়ার লেনদেন হয়েছে।

আজ ব্লক মার্কেটে লেনদেনের প্রথম অবস্থানে রয়েছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানির মোট ৩ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে স্টান্ডার্ড সিরামিক লিমিটেড। কোম্পানিটির মোট ২ কোটি ৯৩ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক লিমিটেড। কোম্পানির মোট  ২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে-  ব্যাংক এশিয়া ১ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ৫৬ লাখ ৯৭ হাজার, ইউনাইটেড পাওয়ার ২৪ লাখ ২০ হাজার, সুহিৃদ ইন্ডাস্ট্রিজ ২৩ লাখ ১০ হাজার, ওয়েস্টার্ন মেরিন শীপইয়ার্ড ১৭ লাখ ৪৩ হাজার, নাভানা সিএনজি ১৫ লাখ ৮৩ হাজার, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ১৫ লাখ ৫০ হাজার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৭ লাখ ৬৮ হাজার, এসকে ট্রিমস ৫ লাখ ৮০ হাজার, প্রগতি লাইফ ৫ লাখ ২০ হাজার এবং এস.এস.স্টিল  ৫ লাখ ১৮ হাজার টাকা। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/রা

Tagged