এসএমজে ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সর্বোচ্চ শেয়ার হাতবদল হওয়া ২০ কোম্পানির শীর্ষে রয়েছে সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিক লিমিটেড। এ কোম্পানির মোট ৫ লাখ ৫৭ হাজার ৭০৫টি শেয়ার ৪ হাজার ২১০ বার হাতবদল হয়। এর বাজারমূল্য ৯ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
তালিকয় দ্বিতীয় ন্যাশনাল টিউবস লিমিটেড। কোম্পানিটির ৯ লাখ ১৩ হাজার ৮৫৩টি শেয়ার মোট ৩ হাজার ৬৪১ বার হাতবদল হয়। যার বাজারমূল্য ১৫ কোটি ২৭ লাখ ২৫ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে মুন্নু জুট স্টাফলার। কোম্পানিটির ৫১ হাজার ৮৯৭টি শেয়ার মোট ৩ হাজার ৩৯৮ বার হাতবদল হয়। এর বাজারমূল্য ৭ কোটি ৫৯ লাখ ৫১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন সুজ লিমিটেড ৩ হাজার ১১৩ বার, স্টাইল ক্রাফট ২ হাজার ৫৫৫ বার, ওয়াটা কেমিক্যাল ২ হাজার ৩৮৬ বার, সোনারবাংলা ইন্স্যুরেন্স ২ হাজার ৩৩৩ বার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি ২ হাজার ২৬৩ বার, জেএমআই সিরিঞ্জ ২ হাজার ১৪১ বার, ন্যাশনাল পলিমার কোম্পানি ১ হাজার ৯৪৮ বার, ভিএফএস থ্রেড ডাইং ১ হাজার ৮৮১ বার, গ্রামীণফোন ১ হাজার ৬৩৯ বার, ব্রিটিশ আমেরিকা টোবাকো বাংলাদেশ লিমিটেড ১ হাজার ৬২৬ বার, লেগাসি ফুটওয়ার ১ হাজার ৫৮৬ বার, সিঙ্গার বাংলাদেশ ১ হাজার ৪৭৬ বার, গেøাবাল ইন্স্যুরেন্স ১ হাজার ৩৪২ বার, স্টান্ডার্ড সিরামিক ১ হাজার ২৮২ বার, প্রভাতী ইন্স্যুরেন্স ১ হাজার ২৩৬ বার, স্টার্ন ইন্স্যুরেন্স ১ হাজার ২৩৪ বার, এবং বঙ্গজ লিমিটেডের শেয়ার ১ হাজার ১৬৭ বার হাতবদল হয়।
এসএমজে/২৪/মি
ব্রেকিং নিউজ :