সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হওয়া ২০ কোম্পানি

এসএমজে ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সর্বোচ্চ পরিমাণ শেয়ার লেনদেন হওয়া ২০ কোম্পানির শীর্ষে রয়েছে ব্যাংক এশিয়া লিমিটেড।
এদিন কোম্পানিটির মোট ২৪ লাখ ৪২ হাজার ৩৯টি শেয়ার ৮৫৩ বার হাতবদল হয়। যার বাজার মূলধন ৮ কোটি ২৬ লাখ ৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড । এর মোট ৩৯ লাখ ১২ হাজার ৭৩৩ টি শেয়ার ৪৮৯ বার হাতবদল হয়। যার বাজার মূলধন ৪ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। এর মোট ৩৭ লাখ ৪৭ হাজার ৫৪২ টি শেয়ার ৩ হাজার ১১৩ বার হাতবদল হয়। যার বাজার মূলধন ১১ কোটি ১৯ লাখ ৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৩২ লাখ ৯৯ হাজার ২৪৬, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ৩০ লাখ ৭৯ হাজার ৯৬৭, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের ২৯ লাখ ৫২ হাজার ৬৫১, এফএএস ফ্যাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ২১ লাখ ১ হাজার ৯০৬, প্যারামাউন্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০ লাখ ৭২ হাজার ১৪৩, গেøাবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৮ লাখ ৯৯ হাজার ৩৪৪, ফিডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৮ লাখ ৬৯ হাজার ২৯০, জেনারেসন নেক্সট ফ্যাশনস্ লিমিটেডের ১৬ লাখ ৯ হাজার ৪৯০, প্রভাতী ইন্সুরেন্স কোম্পানির ১৫ লাখ ৬৮ হাজার ৯৪৮, রুপালি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৪ লাখ ৭৪ হাজার ৫৮৫, সিলকো ফার্মাসিটিক্যালস লিমিডের ১৪ লাখ ৭১ হাজার ৪২৬, বীকন ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের ১৪ লাখ৭০ হাজার ৯৮৭, আইএফআইসি ব্যাংক লিমিটেডের ১৪ লাখ ৬২ হাজার ৯৬, নুরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেডের ১৪ লাখ ৪৮ হাজার ৬২৮, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ১৪ লাখ ২ হাজার ৭৫৬, ইর্স্টান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৩ লাখ ৩৩ হাজার ৭৫৩, ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডের ১৪ লাখ ৭৬ হাজার ৫৬৯,টি শেয়ার লেনদেন হয়।
এসএমজে/২৪/লি

Tagged