বুধবার হাতবদল হওয়া শীর্ষ ২০ কোম্পানি

এসএমজে ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ১৮ সেপ্টেম্বর সর্বোচ্চ হাতবদল হওয়া ২০ কোম্পানির শীর্ষে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এদিন কোম্পানিটির মোট ২৯ লাখ ৭০ হাজার ৩৬৬টি শেয়ার ২ হাজার ১ বার হাতবদল হয়। যার বাজার মূলধন ৭ কোটি ৭ লাখ ৪২ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
দ্বিতীয় স্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। এর মোট ২৫ লাখ ১৫ হাজার ৬৭৪টি শেয়ার ১ হাজার ৬৭৪ বার হাতবদল হয়। যার বাজার মূলধন ৬ কোটি ৪২ লাখ ৭৬ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর মোট ২৪ লাখ ৯৭ হাজার ৮০৫টি শেয়ার ৭৭৩ বার হাতবদল হয়। যার বাজার মূলধন ৬ কোটি ৫২ লাখ ৮৯ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ফেডারেল ইন্সুরেন্স কোম্পানির ২৪ লাখ ৬১ হাজার ৫৩২, ফরচুন সুজের ১৯ লাখ ৭৬ হাজার ৭৩৮টি, সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি ১৮ লাখ ১৭ হাজার ৮৪২, রুপালি ইন্স্যুরেন্স কোম্পানির ১৮ লাখ ৪ হাজার ৭৯, প্রিমিয়ার ব্যাংকের ১৭ লাখ ১২ হাজার ১৮৯, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানির ১৫ লাখ ১৫ হাজার ৭৪৩, আর.এন. স্পিনিং মিলস্রে ১৪ লাখ ২৬ হাজার ১৫৯, পুরবী জেনারেল ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেডের ১৩ লাখ ৮৬ হাজার ১৩৯, সিনোবাংলা ইন্ডাট্রিজের ১৩ লাখ ৪৮ হাজার ৯১২, অ্যাডভেন্ট ফার্মার ১২ লাখ ৫৭ হাজার ৬৭২, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি ১২ লাখ ৩৪ হাজার ৩০, ন্যাশনাল টিউবসের ১১ লাখ ৫৮ হাজার ৯৭৪, খুলনা পাওয়ার কোম্পানির ১১ লাখ ৫৫ হাজার ২০২, উত্তরা ব্যাংকের ১১ লাখ ৪৩ হাজার ৮৯২, বাংলাদেশ ন্যাশনাল কোম্পানির ১০ লাখ ৮৩ হাজার ৭৪৬, আইএফআইসি ব্যাংকের ১০ লাখ ৪৪ হাজার ৩৪, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ১০ লাখ ৪৩ হাজার ৪৩৫টি শেয়ার লেনদেন হয় ।
এসএমজে/২৪/এল

Tagged