বিশেষ সহায়তা কর্মসূচি: গরিবের হক নিয়ে দুর্নীতি কাম্য নয়

করোনাকালে রোজগার হারানো গরিব মানুষকে সহায়তার জন্য সরকার মে মাসে বিশেষ সহায়তা কর্মসূচি নিয়েছে। কথা রয়েছে ৫০ লাখ পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে এককালীন সহায়তা দেওয়ার। কিন্তু জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সহায়তা পেয়েছে মাত্র ১৬ লাখ পরিবার। তালিকা তৈরির কাজে নানা অনিয়মের কারণে অন্যরা তা পাননি- এমনই খবর এসেছে গণমাধ্যমে। এটি খুবই দুঃখজনক। সরকার বিশেষ সহায়তা কর্মসূচি নিয়েছে গরিবদের জন্য। এটি গরিবের হক। এই কর্মসূচি নিয়ে দুর্নীতি কাম্য নয়।

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় যে এক কোটি মানুষ আছে, এ তালিকা ছিল তার বাইরে। অর্থাৎ যারা অন্য কোনো সহায়তা পান না, তারাই বিশেষ সহায়তা পাবেন। কিন্তু গণমাধ্যমের প্রতিবেদনে এ সহায়তা কর্মসূচির যে চিত্র প্রকাশিত হয়েছে, তাতে সংশ্লিষ্টদের অযোগ্যতা, গাফিলতি ও অসততাই প্রমাণিত হয়েছে। গরিবের জন্য যে সহায়তা দেওয়ার কথা, সেই তালিকায় নাম উঠেছে বাড়ির মালিক, ব্যবসায়ী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সচ্ছল আত্মীয়স্বজনের। আছেন সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং পাঁচ লাখ টাকার ওপরে সঞ্চয়পত্র আছে, এমন ব্যক্তিও। বিশেষ সহায়তা কর্মসূচি নিয়ে এ যে তেলেসমাতি কাণ্ড হয়েছে, তাতে অনুমান করা কঠিন নয় যে সরকারের ত্রাণ ও সামাজিক সুরক্ষা কর্মসূচির অধিকাংশ অপচয় হয়। সুতরাং সরকারের আন্তরিক উদ্যোগও ব্যর্থ হচ্ছে কতিপয় দুর্নীতিবাজের কারণে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার।

Tagged