বিনিয়োগ যার, ঝুঁকিও তার

বিনিয়োগ যার, ঝুঁকিও তার- পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে এই কথাটি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই জেনেবুঝে বিনিয়োগ করার কোনো বিকল্প নেই। কেউ কানকথা বা গুজব দিয়ে বিনিয়োগে উৎসাহী করলেও ঝুঁকি মোকাবিলার ক্ষেত্রে কোনো বান্ধব পাওয়া যাবে না। সবটুকু সামাল দিতে হবে নিজেকেই। তাই জেনেবুঝেই বিনিয়োগ করাটা জরুরি।

গত এক বছরে পুঁজিবাজারে সূচক ও শেয়ারের দামে বড় ধরনের উত্থান হয়েছে। কিছু শেয়ারের দাম বেড়ে দ্বিগুণ থেকে চার গুণের বেশি হয়েছে। শেয়ারের দাম যত বেশি, বিনিয়োগের ঝুঁকিও তত বেশি। এ কারণে এক বছর আগের তুলনায় বর্তমান বাজারে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি কিছুটা বেশি। ঝুঁকি থাকার পরও এখনো পুঁজিবাজারে বিনিয়োগ করে ভালো মুনাফার সুযোগ রয়েছে। সে জন্য ধৈর্য ধারণের পাশাপাশি ভালোভাবে জেনেবুঝে ভালো শেয়ারে বিনিয়োগ করতে হবে। বাজার যখন ঊর্ধ্বমুখী থাকে, তখন বিনিয়োগের ক্ষেত্রে অতিমাত্রায় সতর্ক থাকতে হয়। এমনিতেই পুঁজিবাজারে বিনিয়োগ তুলনামূলক ঝুঁকিপূর্ণ। ঝুঁকি বেশি বলেই এ বাজারে লাভের সম্ভাবনাও বেশি। লাভের সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে ঝুঁকি নেওয়ার পাশাপাশি যতটা সম্ভব ঝুঁকি কমানোর কৌশলও জানতে হবে। পুঁজিবাজার সম্পর্কে জানাবোঝা বা ধারণা না থাকলে, পরিশ্রম ও চেষ্টা দিয়ে সেই কৌশল আগে রপ্ত করতে হবে।

Tagged