পুজিবাজারে তারল্যসংকট রয়েছে। তার মধ্যে ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোর শেয়ারের দরপতন হওয়ায় বাজারে লেনদেনের গতি কমে গেছে। আবার দরপতনের কারণে নতুন বিনিয়োগও আসছে না। প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের বড় অংশই বাজারে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। যার প্রভাব লেনদেন ও সূচকে দেখা যাচ্ছে। এই বিনিয়োগকারীদের সক্রিয় করার ব্যবস্থা নিতে হবে।
মানুষ যদি বুঝতে পারেন, দেশের পুঁজিবাজারের প্রতি সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মনযোগ বাড়ছে, তা হলে তারাও নড়েচড়ে বসবেন। তাদের মধ্যে বিনিয়োগ আগ্রহ বাড়বে। তারা এগিয়ে আসবেন, বিনিয়োগ করবেন। এখন এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য কাজ করতে হবে। প্রথমত তারল্য বাড়ানোর পদক্ষে নিতে হবে। এরপর সুশান প্রতিষ্ঠা করতে হবে। অতীতে বাজারের সুশাসনের অভাব ছিলো। দীর্ঘ সময় ধরে সুশাসন না থাকায় পুঁজিবাজার ভঙ্গুর হয়ে পড়ে। এতে বিনিয়োগকারীদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়। এখন তাদের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। এই কাজ অনেক কঠিন আবার অত কঠিন নয়। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারলে দ্রুতই এটি করা সম্ভব।
প্রতিটি প্রতিষ্ঠানের কাজে যদি স্বচ্ছতা আনা যায়, তখন এমনিতেই বিনিয়োগকারীদের মধ্যে মানসিকতার পরিবর্তন হবে।