বিনিয়োগকারীদের বিপদে পদক্ষেপ নেই কেনো

দেশে আইলা-সিডর বা প্রাকৃতিক দুর্যোগ হলে সরকার উদ্যোগী হয়। ক্ষতিগ্রস্তদের প্রাথমিক জরুরি সহায়তা দেয়া হয়। পরে তাদের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়। মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য এসব উদ্যোগ খুবই প্রয়োজন। শুধু প্রাকৃতিক দুর্যোগ কেনো সব ক্ষেত্রেই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্র এবং সমাজের মানবিক কর্তব্য। কিন্তু দেশের পুঁজিবাজারের ক্ষেত্রে বিপরীত চিত্র দেখা যায়। বিশেষ করে ২০১০ সালে পুঁজিবাজারে মহাধসের পর বিনিয়োগকারীদের জন্য কী করা হয়েছে? এক্ষেত্রে তেমন কোনো উদ্যোগই দেখা যায়নি। বরং অনিয়ম কারসাজি ছাড়াও কোম্পানিগুলোর রাইট শেয়ার বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের আরো ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এক্ষেত্রে উল্টো কোম্পানিগুলোকে আশ্রয়-প্রশ্রয় দেয়া হয়েছে। আইপিও রাইট শেয়ার অনুমোদন করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও উজাড় করা হয়েছে। এই ধারা এখনও অব্যাহত। এতে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীরা সর্বস্বান্ত হয়েছেন। এটি পুঁজিবাজার এবং দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। শেষ পর্যন্ত এর জের টানতে হবে দেশের মানুষকেই।

Tagged