বিনিয়োগকারীদের বিচক্ষণতা পুঁজিবাজারের জন্য অপরিহার্য

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একার চেষ্টা থাকলেই হবে না সাধারণ বিনিয়োগকারীদের বিচক্ষণতাও পুঁজিবাজারের জন্য অপরিহার্য। নিয়ন্ত্রক সংস্থা যতই চেষ্টা করুক, বিনিয়োগকারী যদি শেয়ার কিনতে আর বেচতে ভুল করেন, তা হলে এর দায়তো নিশ্চয়ই তাকেই বহন করতে হবে।

আধুনিক পৃথিবী জ্ঞাননির্ভর জায়গা। এখন জটিল অঙ্ক থেকে রান্নাঘর পর্যন্ত মানুষের জ্ঞানচর্চা জানার বিষয় হয়ে উঠেছে। সুতরাং পুঁজিবাজার নিয়ে জ্ঞানার্জ কিংবা সচেতনা বাড়ানোর এখন অনেক উপায় আছে। বাজারে ভালো লেখকদের বই আছে। অনেকে বিভিন্ন গণমাধ্যম বা নিজস্ব চ্যানেলে চমৎকার আলোচনা ও বক্তৃতা করেন। সেসব থেকেও বিনিয়োগকারীদে জানা-বোঝা বাড়তে পারে।

যে বিষয়টি প্রথমেই মনে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে, নিজের কাজ কখনো অন্যে করে দিতে পারে না। বিশেষ করে পুঁজিবাজারের মতো জায়গায় এটি অসম্ভব। এখানে অমুক ভাই পরামর্শ দেবেন আর আমি শেয়ার কিনবো, এ ধরনের কাজের কোনো ইতিবাচক ফল নেই। নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে সিদ্ধান্ত নিতে হবে। একটু চেষ্টা করলেই বুঝা যায় কোন কোম্পানি বিনিয়োগযোগ্য আর কোনটা ঝুঁকিপূর্ণ। এর জন্য দশ বছর সাধনা করার দরকার নেই, দশ মাসই যথেষ্ট। কিন্তু দেখা যায় অনেক বিনিয়োগকারী দশবছর পুঁজিবাজারে থেকেও এসব বিষয় ধরতে পারছেন না। সুতরাং নিজে বিচক্ষণ না হয়ে পুঁজিবাজারে টিকে থাকার উপায় নেই।

Tagged