নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ‘স্টক মার্কেট জার্নাল’ এর প্রধান সম্পাদক জনাব মনজুর সাদেক খোশনবিশ। আজ সোমবার (২৩ নভেম্বর) এ সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় তাদের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশে পুঁজিবাজারের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পুঁজিবাজার উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য তারা একে অপরকে ধন্যবাদ জানান।
মনজুর সাদেক খোশনবিশ শেয়ারবাজার ভিত্তিক বাংলাদেশের প্রথম পত্রিকা ‘শেয়ার বিজ্ কড়চা’ পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি দেশের একমাত্র IP Tv অনলাইন টেলিভিশন SMJ24.TV প্রতিষ্ঠা করেন। এর শুভাগমন উপলক্ষে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম SMJ24.TV কে অভিনন্দন ও শুভেচ্ছা বাণী দেন।