ব্রোকারেজ হাউজের শাস্তি: গুরু পাপে লঘু দণ্ড কাম্য নয়

পুঁজিবাজারের ৩ ব্রোকারেজ হাউজকে ৯ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি নিয়মিত কমিশন সভায় এই জরিমানা করা হয়। হয়ে বলে গণামাধ্যমে খবর প্রকাশ হয়। ব্রেকারেজ  হাউজগুলো হলো- নেক্সাস সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ ও ফার্স্ট লীড সিকিউরিটিজ। এরমধ্যে বিভিন্ন সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে নেক্সাস সিকিউরিটিজকে ২ লাখ টাকা ও এমটিবি সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর ফার্স্ট লীড সিকিউরিটিজের বিরুদ্ধে সিরাজুল হক, নাসিমা বেগম, ড. এমএ আহাদ ও আয়েশা তাসনিম ইশিতার অভিযোগের ভিত্তিতে সিকিউরিটিজ ভঙ্গ প্রমাণিত হওয়ায়, হাউজটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আমরা দীর্ঘ দিন ধরে পুঁজিবাজারে জরিমানার বিষয়টি নিয়ে লিখে আসছি। এ ধরনের আর্থিক শাস্তির পরও অনিয়ম বন্ধ হচ্ছে না। আমরা মনে করি অনিয়মকারীরা সামান্য জরিমানা দিয়ে পার পাওয়া যাচ্ছে। তাই শাস্তির বিধান কারাদণ্ড করা হোক। নাহলে একই ধরনের ঘটনা বারবার ঘটতেই থাকবে। কারণ হাজার টাকা অনিয়ম করে একশ টাকা জরিমানা দিতে কারোই সমস্যা হবে না। তারা টাকা দিয়ে পার পেয়ে যাওয়ার সামর্থ রাখে। এজন্যই শাস্তির বিধান বদলাতে হবে।

Tagged