দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আবারও ৪ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। প্রায় ১৫ মাসের ব্যবধানে প্রধান ডিএসইর মূলধন আবার ৪ লাখের মাইলফলক ছাড়িয়ে যায়। এর আগে সর্বশেষ ২০১৯ সালের ২৭ জুন ডিএসইর বাজার মূলধন ৪ লাখ কোটি টাকার ওপরে ছিল।
প্রধান এ শেয়ারবাজারের সর্বোচ্চ বাজার মূলধনের রেকর্ডটি ছিল ৪ লাখ ২৮ হাজার ৫১০ কোটি টাকার। সেটি হয়েছিল ২০১৮ সালের ৩ জানুয়ারি। আর গত বৃহস্পতিবার দিন শেষে ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩ হাজার ৩৯৬ কোটি টাকায়। বাজার মূলধন আবারও ৪ লাখ ছাড়ানোর দিনে এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩২ পয়েন্ট।
এটি পুঁজিবাজারের জন্য শুভ লক্ষণ। এতে বাজারে বিনিয়োগকারীদের সক্রিয়তা বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন এটিকে ধরে রাখতে হলে বাজারারের গুণগত পরিবর্তন জরুরি। বিশেষ করে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। তবে বাজারের বর্তমান সক্ষমতা অনুযায়ী বাজার মূলধন আরও বাড়তে পারে। এক্ষেত্রে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ খুবই জরুরি।