বাংলাদেশে পঞ্চাশ বছরেও আমরা যে জিনিসটি পারিনি সেটি হচ্ছে, সর্বক্ষেত্রে সৎ লোকের শাসন। এ কারণে অনেক সম্ভাবনা থাকার পরও অনেক জায়গায় আমাদের আশানুরূপ উন্নতি হয়নি। আমাদের দেশের সব মানুষ অসৎ নয, অসৎ হচ্ছে কতিপয় ব্যক্তি। দেশবাসী একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করে প্রমাণ করেছেন, তারা সৎ ও নির্ভীক। তাদের আত্মত্যাগে কিছুই হয়নি, এমনটা বলা যাবে না। অনেক ক্ষেত্রে আমাদের গর্ব করার মতো অর্জন রয়েছে। তারপও কিছু কিছু ক্ষেত্রে আশানুরূপ সাফল্য আসেনি। তার মধ্যে একটি হচ্ছে দেশের পুঁজিবাজার। এখানে এখনও আমরা বড় ধরনের সাফল্য আনতে পারিনি। শুধু কতিপয় অযোগ্য ও অসৎ লোকের কারণেই এটি হচ্ছে না।
দেশে এখনও অনেক ব্যক্তি রয়েছেন যারা সৎ এবং যোগ্য। কিন্তু তাদেরকে সেই অর্থে কাজে লাগানো যায়নি। এর বদলে অসৎ, অযোগ্য ব্যক্তিরা পুঁজিবাজারে ছড়ি ঘোরাচ্ছেন। এটি একটি স্বাধীন দেশের জন্য দুঃখজনক। এই দুঃখ কবে ঘুচবে জানি না। কেবল বলতে চাই- পুঁজিবাজারে সৎ ও যোগ্য লোকের শাসন কায়েম করা গেলে অনেক সসমস্যার সামাধান হবে এবং দুষ্টচক্র দমন সম্ভব।