বারবার মুখ থুবড়ে পড়ছে দেশের পুঁজিবাজার। কারণে-অকারণে ধস নামছে সূচকে। শত শত কোম্পানির শেয়ারের দর পতন হচ্ছে যৌক্তিক কারণ ছাড়াই। অনিয়ম, গুজব আর নানা রকম কারসাজির শিকার হয়ে বিনিয়োগকারীরা ক্ষতি মুখে পড়ছেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নানা ধরনের পদক্ষেপ নিলেও কাজ হচ্ছে না। এই অবস্থায় আমরা মনে করি একটি স্বাধীন টাস্কফোর্স গঠন করা প্রয়োজন। যেটি পুঁজিবাজারের অনিয়ম বন্ধে কাজ করবে।
বাজারে যখনই কোনো ধরনের ইতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয় তখনই স্বার্থান্বেষী মহল সক্রিয় হয়ে ওঠে। তারা বিনিয়োগকারীদের নানা ধরনের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়। বিশেষ করে সম্প্রতি গুজব ছড়িয়ে বিনিয়োগকারীদের সর্বনাশ করা হয়েছে। এ কারণে দিন যত যাচ্ছে বিনিয়োগকারীদের আস্থা কমে আসছে পুঁজিবাজারের প্রতি। এসব দূর করার জন্য সংশ্লিষ্টরা খুব একটা কার্যকর কিছু করতে পারছেন না। তাই এভাবে হবে না। একটি স্বাধীন কার্যকর টাস্কফোর্স গঠন করে পুঁজিবাজার থেকে অনিয়মের জঞ্জাল দূর করতে হবে। তা না হলে বাজারের উন্নয়ন সম্ভব নয়।