পুঁজিবাজারে শুদ্ধি অভিযান দরকার

কোনো একটি ব্যবস্থাপনায় যখন পচন ধরে তখন সেই পচন নিয়ে বেশি দূর আগানো যায় না। এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি থাকে। দেশের পুঁজিবাজারের অবস্থা অনেকটা তাই। এখানে বড় ধরনের পচন ধরেছে বলেই মনে হয়। তাই এটি সারানোর জন্য এখন শুদ্ধি অভিযান দরকার।

সম্প্রতি দেশের রাজনীতির পটপরিবর্তনের মধ্য দিয়ে একটি প্রত্যাশা তৈরি হয়েছে। এখন বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার করতে হবে। না হলে পরিস্থিতির খুব বেশি উন্নতি হবে না। বিষয়টির ওপর বেশ জোর দেয়া হয়েছে এবং নানা ক্ষেত্রে কিছুটা শুদ্ধি অভিযান চলছে বলেই মনে হচ্ছে। সেই বিবেচনায় এখন পুঁজিবাজারেরও সংস্কার দরকার। এখানে অনিয়ম যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি কোনোভাবেই টিকিয়ে রাখার সুযোগ নেই।

এখন সবকিছুতেই পরিবর্তন আনতে হবে। বিশেষ করে পুঁজিবাজারে আইনি কাঠামো আরও শক্তিশালী করা দরকার। এর জন্য মূলত সরকারকেই উদ্যোগী হতে হবে। কারণ অতীতের অভিজ্ঞতায় আমরা দেখেছি, সংশ্লিষ্ট সংস্থাগুলো যারাই দায়িত্বে বসেন, তারাই রাঘব বোয়ালদের সহযোগী হয়ে উঠেন। এটি যাতে না হতে পারে সেইভাবেই পুঁজিবাজারের গঠন হওয়া দরকার।

Tagged