পুঁজিবাজারে লেনদেন বাড়ানোর পদক্ষেপ নিতে হবে

দেশের অর্থনীতির সঙ্গে তাল মেলাতে পারছে না পুঁজিবাজার। অর্থনীতি এখন বহুমুখী। নানাভাবে এটি বিকশিত হচ্ছে। কিন্তু পুঁজিবাজার সে তুলনায় এগোতে পারছে না। এখনও পুঁজিবাজারের লেনদের পরিমাণ এক থেকে দেড় হাজার কোটি টাকার ঘরে ঘুরপাক খাচ্ছে। এই অবস্থার অবসান হওয়া দরকার।

বেশ কয়েক মাস আগে পুঁজিবাজারে লেনদেন আড়াই থেকে তিন হাজার কোটি টাকায় উঠেছিল। অনেকে মনে করেছিলেন বাজারে গতির সঞ্চার হয়েছে। কিন্তু সেই গতি স্থায়ীত্ব পাচ্ছে না। এ কারণে বাজার স্থিতিশীল হয়েছে, এমন দাবিও করা যাচ্ছে না।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনেক ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরও আশানুরূপ উন্নতি হচ্ছে না লেনদেনে। যেভাবেই হোক এখন এ দিকটায় নজর দিতে হবে। বাড়াতে হবে লেনদেনের পরিমাণ। পাশাপাশি পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্যও কাজ অব্যাহত রাখতে হবে। পুঁবিাজারের সংকটের জায়গাগুলো চিহ্নিত করে এর সমাধানের জন্য উদ্যোগ নিতে হবে। তবে সেসব উদ্যোগ যেন কেবল লোক দেখানো বিষয় না হয়, এটিও লক্ষ্য রাখতে হবে। তা না হলে ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়।

Tagged