পুঁজিবাজারে লেনদেনে আশা জাগছে

চলতি বছরের শুরু থেকেই দেশের পুঁজিবাজারে মন্দাভাব চলতে দেখা যায়। তারপর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ মন্দাভাবকে আরও বাড়িয়ে তোলে। টানা পতনে নাকাল অবস্থা তৈরি হয়। বাজারের এই ক্রান্তিকালে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে অর্থ মন্ত্রণালয়ে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে বাজরে গতি ফেরাতে কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। ওই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ ব্যাংক ইতিবাচক মনোভাব নিয়ে সহযোগিতার হাত বাড়ায়। ফলে বাজারে নাটকীয় পরিবর্তন দেখা দেয়।

নিয়ন্ত্রক সংস্থা বিএসসি ও বাংলাদেশ ব্যাংকের নানামুখী পদক্ষেপের ফলে গত সপ্তাহে শেয়ারবাজারে বড় উত্থান দেখা যায়। সপ্তাহটির প্রথম কর্মদিবস রোববার শেয়ারবাজারের সূচক বেড়েছে ১৩২ পয়েন্ট, পরদিন সোমবার ১৯ পয়েন্ট, মঙ্গলবার ৪ পয়েন্ট, বুধবার ৪০ পয়েন্ট এবং শেষ কর্মদিবস বৃহস্পতিবার বেড়েছে আরও ১৮ পয়েন্ট। সপ্তাহটির আগের কর্মদিবস বৃহস্পতিবারও সূচক ঊর্ধ্বমুখী ছিল। ফলে টানা ছয় কর্মদিবসে সূচক বৃদ্ধি পায় ২৬৩ পয়েন্ট।

গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারও বাজার ঊর্ধ্বমুখী থাকে। এদিন সূচক বেড়েছে প্রায় ৪৬ পয়েন্ট। এই নিয়ে টানা ৭ দিন সূচক উত্থান প্রবণতায় রয়েছে। সাত দিনের মধ্যে প্রতিদিনই সূচক কম-বেশি বেড়েছে। এতে বাজারের বড়-ছোট বিনিয়োগকারীদের মধ্যে আশা জাগছে। বিশেষ করে লেনদেন বাড়ছে। এটি খুবই ইতিবাচক।

Tagged