পুঁজিবাজারের সক্ষমতা অনুযায়ী পাঁচ হাজার কোটি টাকা লেনদেন হওয়া উচিত

দীর্ঘদিন দেশের পুঁজিবাজারে লেনদেন তলানিতে থাকার পর গত দুই কার্যদিবস হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এটি পুঁজিবাজারের জন্য শুভ লক্ষণ। তবে বর্তমান বাজারের সক্ষমতা অনুযায়ী পাঁচ হাজার কোটি টাকা লেনদেন হওয়া উচিত। দশ বছর আগেও লেনদেন তিন হাজার কোটি টাকা ছাড়িয়েছিল।

গত দশ বছরে পুঁজিবাজারে অনেক নতুন কোম্পানি যুক্ত হয়েছে। দেশের অভ্যান্তরীণ অর্থনীতির আকার বেড়েছে। জাতীয় বাজেট বড় হয়েছে। সে তুলনায় পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ বাড়েনি। এছাড়া সূচকও তেমন উলম্ফন ঘটেনি। সূচক অন্তত সাত হাজার পয়েন্টের উপরে থাকা উচিত। আমরা যদি সারা বিশ্বের পুঁজিবাজারের দিকে তাকাই তাহলে দেখবো, সূচকের অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। কিন্তু আমাদের দেশে সেভাবে প্রভাব পড়ছে না। এটি ব্যবস্থাপনার দুর্বলতা ছাড়া কিছু না। বিশেষ করে মানহীন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার মধ্য দিয়ে বেশ ক্ষতি হয়েছে। এখন এর থেকে বের হয়ে আসার উপায় খুঁজতে হবে। দুনিয়াতে সবকিছুই পরিবর্তনশীল। বাস্তবতার নিরিখে অনেক কিছু বদলে যায়। আমাদের পুঁজিবাজারে পরিবর্তনের মানসিকতা থাকতে হবে। তাহলে সূচক এবং লেনদেন উভয়ই বাড়বে।

Tagged