পুঁজিবাজারের টাকা লোপাট হলে বিনিয়োগকারীদের পকেট থেকেই যায়

হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাওয়ার বিষয়টি আমাদের পুঁজিবাজারের জন্য নতুন কিছু নয়। বড় বড় ধস-মাহাধস হয়ে বাজার থেকে এসব টাকা লোপাট হয়ে যায়। আর এই টাকা বিনিয়োগকারীদের পকেট থেকেই যায়। এই টাকা সৎ উপর্জনের ও পরিশ্রমের। সাধারণত ক্ষুদ্র বিনিয়োগকারীরা একটু মুনাফার আশায়ই পুঁজিবাজারে বিনিয়োগ করেন। তারা হাজার হাজার কোটি টাকা মুনাফার স্বপ্ন দেখেন না। তাদের সামান্য হলেই চলে। কিন্তু পুঁজিবাজারের পরিবেশ যারা নষ্ট করেন, তাদের চিন্তা অন্যরকম। তারা চান রাতারাতি শত কিংবা হাজার কোটি টাকা হাতিয়ে নিতে। তবে এটি যদি সৎভাবে তারা উপার্জন করেন, তা হলে আপত্তির কিছু নেই। কারণ কেউ দশ টাকা মুনাফা করেন, আবার কেউ দশ হাজার টাকা মুনাফা করেন। এটি থাকতেই পারে। কিন্তু অসৎভাবে দশ টাকা মুনাফা করাও কাম্য নয়।

এমন অনেক রাঘব বোয়াল পুঁজিবাজারে আছে, যারা পুরো বাজারটাকেই গিলে ফেলতে চায়। তাদের কোনো নীতি নৈতিকতা নেই। আপত্তি হচ্ছে এখানেই। অনৈতিক কাজের সুযোগ পুঁজিবাজার থেকে বন্ধ করতে হবে। তা হলেই কেবল সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীরা বাজারে টিকে থাকতে পারবেন।

Tagged