যে কোনো প্রতিষ্ঠানের জন্য ভালো নেতৃত্ব খুবই প্রয়োজনীয় একটি বিষয়। কারণ নেতৃত্ব যেভাবে চিন্তা করবে প্রতিষ্ঠান সেভাবে চলবে। তাই নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে শতভাগ সৎ থাকতে হবে। কাজটি যারাই করেন আন্তরিকতার সঙ্গে করতে হবে। আরও একটি বিষয় হচ্ছে দেশপ্রেম। দেশ এবং মানুষের প্রতি ভালোবাসা না থাকলে কোনো কিছুই সঠিকভাবে চলতে পারে না। এর একটি বড় নজির হচ্ছে দেশের শেয়ারবাজার। এখানে দীর্ঘ সময় ধরে দেখা গেছে নেতৃত্বের মধ্যে দেশপ্রেমের অভাব রয়েছে। যে কারণে পুঁজিবাজার থেকে সংকট দূর হয়নি। বরং দিন দিন আরও বেড়েছে।
তারপরও আমরা আশাবাদী। আমারা মনে করি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হওয়া একটি দেশে সৎ এবং যোগ্য লোকের অভাব থাকার কথা নয়। নীতিনির্ধারকরা যদি সঠিকভাবে বাছাই করতে পারেন, তা হলে অনেক ভালো মানুষ পাওয়া সম্ভব। এ ক্ষেত্রে স্বজনপ্রীতি অনিয়ম থেকে মুক্ত থাকা জরুরি। না হলে কোনো কিছুই সম্ভব নয়। তাই আমরা বলতে চাই এখনও সময় আছে, মানুষের মধ্যে শেয়ারবাজার সম্পর্কে ভালো ধারণা দিতে হলে সৎ নেতৃত্ব বাছাই করুন। তা হলে অনেক সমস্যা দূর হয়ে যাবে।