বাজারে দীর্ঘমেয়াদি সাপোর্ট দরকার

বিপর্যস্ত পুঁজিবাজারকে স্বাভাবিক পর্যায়ে উন্নীত করতে হলে দীর্ঘ মেয়াদি সাপোর্ট দরকার। টানা দরপতের কারণে বাজারের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি সকলেই মনে করছেন। এর জন্য অনেক কারণ দায়ী। বিষয়গুলো সমাধান না করে সামনে এগোনোর সুযোগ নেই। এ পরিস্থিতিতে গত ১৬ জানুয়ারি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়। বৈঠকে বিভিন্ন উদ্যোগের কথা ওঠে আসে। এগুলো বাস্তবায়ন করা দরকার। বিশেষ করে পুঁজিবাজারে সব ধরনের সাপোর্ট বাড়নো প্রয়োজন। শুধু আর্থিক নয়, আইনিসহ আনুষঙ্গিক আরো সব ধরনের সাপোর্ট থাকা জরুরি।

সাময়িক পদক্ষেপে বাজারে অল্প সময়ের জন্য পরিবর্তন এলেও দীর্ঘ মেয়াদে সেটি টিকে থাকবে না। এর জন্য দীর্ঘ মেয়াদের পরিকল্পনা ও পদক্ষেপ নেয়া প্রয়োজন। বাজারে সুশাসন প্রতিষ্ঠা না করে আর্থিক জোগান কোনো কাজে আসবে বলে মনে হয় না। বাজারের প্রাণ হচ্ছেন বিনিয়োগকারীরা। তাদের কাছে সহায়তা না পৌঁছলে মেরুদণ্ড ভেঙে পড়া বিনিয়োগকারীরা দাঁড়াতে পারবেন না। বাজারের স্বার্থেই বিনিয়োগকারীদের সবল করা প্রয়োজন। একই সঙ্গে এটিও নিশ্চিত করতে হবে বাজারে যেনো এ ধরনের পরিস্থিতি আর সৃষ্টি না হয়।

Tagged