পুঁজিবাজারের চিত্র যেন লোক দেখানো না হয়

পুঁজিবাজারের চিত্র যেমনই হোক, সেটি যেন প্রকৃত চিত্র হয়- এমনটিই কাম্য। পুঁজিবাজারের চিত্র যেনো লোক দেখানো বিষয় না হয়। কোনোকিছুর উন্নতি করতে হলে আগে তার আসল চিত্রটি বোঝা দরকার। বিষয়টি কোন অবস্থায় আছে সেটি বুঝতে পারলে উত্তরণ সহজ হয়। যেমন চিকিৎসকের কাছে রোগীর যাবতীয় অবস্থা প্রথমে দৃশ্যমান হওয়া দরকার। তারপর পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে হবে। তাহলে হয়তো সঠিক চিকিৎসা সম্ভব। আমাদের দেশের পুঁজিবাজারে কী হয়, এটি অনেক সময় বিশেষজ্ঞরাই বুঝে উঠতে পারেন না। সেখানে সাধারণ বিনিয়োগকারীরা কীভাবে বুঝবেন।

প্রথমত পুঁজিবাজারে যতটুক ভালো-মন্দ আছে, সেটি দৃশ্যমান করতে হবে। এখানে লোক দেখানোর জন্য কোনো কিছু করা সঠিক কাজ নয়। তা হলে বাজার কখনো স্বাভাবিক হবে না। মনে রাখা প্রয়োজন- ‘শাক দিয়ে মাছ ঢাকা যায় না।’ এটি কোনো না কোনোভাবে বেরিয়ে আসে। আর তখন শুরু হয় আস্থাহীনতা। আর এর জের টানতে হয় দীর্ঘ সময় ধরে। আমাদের পুঁজিবাজারকে যদি সত্যিকার অর্থে উন্নত করতে হয়, তাহলে এর সঠিক চিত্রটিই প্রকাশ করতে হবে।

Tagged