পতন নিয়ে ঈদে গেলেন বিনিয়োগকারীরা, ফিরেও পতন দেখলেন

ঈদের ছুটির পরও দরপতনের ধারা থেকে বের হতে পারল না দেশের পুঁজিবাজার। সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে ছয় দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার বাজারে লেনদেন শুরু হয়। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৩ পয়েন্ট কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি এদিন ১৫ পয়েন্ট বেড়েছে।

লেনদেন চালু হলেও ছুটির আমেজ এখনো কাটেনি। কারণ, এক দিন লেনদেনের পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ কারণে অনেক বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা ফেরেননি। বিশেষ করে যাঁরা ঈদ উদ্‌যাপনের জন্য গ্রামে গিয়েছিলেন, তাঁদের অনেকেই ঢাকায় ফেরেননি। ফলে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি কম থাকাটা স্বাভাবিক। যার প্রভাব লেনদেনে পড়তে পারে।

তবে আশা করা যায় আজ রোববার থেকে বাজার আবার স্বাভাবিক ধারায় ফিরবে। না হলে বিনিয়োগকারীদের হতাশা আরও বেড়ে যাবে। বলা যায়, একটা দীর্ঘ সময় ধরেই বাজারে মন্দা চলছে। বিশেষ করে লেনদেনের চিত্র খুবই হতাশাজনক।

Tagged