ন্যায়ভিত্তিক পুঁজিবাজার গড়ে তোলাই কাম্য

ন্যায়-নীতি বাস্তবায়ন না হলে কোনো ব্যবস্থাই কার্যকরভাবে গড়ে উঠতে পারে না। এটি খুবই নির্মল সত্য। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে পরিবারজীবন পর্যন্ত ন্যায়সঙ্গত কাঠামোর ওপর দাঁড় করাতে পারলে ওই সমাজ হয় ন্যায়ভিত্তিক সমাজ। দেশের পুঁজিবাজারের ক্ষেত্রে বিষয়টি সমানভাবে সত্য। এই সত্য মেনে কতটা চলতে পারছে আমাদের পুঁজিবাজার সেটিই মুখ্য বিষয়।

পুঁজিবাজারে তালিকাভুক্ত শত শত কোম্পানি। এসব কোম্পানি সব সময় ন্যায়সঙ্গত আচরণ করে এমনটি বলা যাবে না। সব কোম্পানি না হলেও অনেক কোম্পানির বেলায়ই বিষয়টি সত্য। এখানে সব সময় বিনিয়োগকারীদের ধোঁকা দেওয়ার প্রবণতা দেখা যায়। অনেক ক্ষেত্রে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হন বিনিয়োগকারীরা। এর ফলে কোম্পানিগুলোর তথ্য-উপাত্তসহ সংশ্লিষ্ট সব কিছুর প্রতি সাধারণ বিনিয়োগকারীদের অনাস্থা কাজ করে।

পুঁজিবাজার কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রক সংস্থার উচিত এসব ক্ষেত্রে ন্যায়নীতি বাস্তবায়ন করা। এটি বিনিয়োগকারদের যেমন অধিকার, তাদেরও কর্তব্য। কারণ সরকারি এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে পুঁজিবাজারে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। অনেক সময় দেখা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। বিষয়টি কিছুতেই কাম্য হতে পারে না।

Tagged