এসএমজে ডেস্ক
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড। শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানির শেয়ার দর কমেছে ৬ দশমিক ২৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
তথ্যমতে, এদিন কোম্পানিটির ৪ লাখ ৮ হাজার ৯৫০টি শেয়ার ১৪০ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩১ লাখ ৮০ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ার দর কমেছে ৫ দশমিক ৬৬ শতাংশ। এটি সর্বশেষ ১৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৩ হাজার ১০০টি শেয়ার ১০ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৪৬ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার দর কমেছে ৫ দশমিক ৪৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানির ১২ লাখ ৩৬ হাজার ৭৫টি শেয়ার ১ হাজার ৩৯ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ২ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫ দশমিক ১৭ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের ৫ দশমিক ০৩ শতাংশ, তাল্লু স্পিনিং মিলস্ লিমিটেডের ৫ দশমিক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ লিমিটেডের ৪ দশমিক ৮৭ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৬৮ শতাংশ, নর্দান জুট মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৫৪ শতাংশ ও ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের ৪ দশমিক ৬ শতাংশ শেয়ার দর কমেছে।
এসএমজে/২৪/রা