রোববার সর্ব্বোচ্চ শেয়ার লেনদেন হওয়া ২০ কোম্পানি

এসএমজে ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯ সেপ্টেম্বর রোববার সর্বোচ্চ লেনদেন হওয়া ২০ কোম্পানির শীর্ষে রয়েছে প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। এ কোম্পানির মোট ১৩ কোটি ৭৫ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় ১১ লাখ ৩ হাজার ৯১৬টি শেয়ার ৩ হাজার ১৫১ বার হাতবদল। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু জুট স্টাফলারস লিমিটেড। কোম্পানিটির মোট ১২ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৮২ হাজার ৭৯৯টি শেয়ার ৩ হাজার ৭৩৩ বার হাতবদল হয়।
তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক লিমিটেড। এ কোম্পানির মোট ১১ কোটি ৭৪ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। কোম্পানির ৬ লাখ ১৩ হাজার ২৯৬টি শেয়ার ৪ হাজার ৮৯৫ বার হাতবদল হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল টিউবস লিমিটেড ১১ কোটি ২২ লাখ ৮৯ হাজার, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড ৮ কোটি ৪৯ লাখ ৬১ হাজার, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ৮ কোটি ১১ লাখ ৬৫ হাজার, স্টাইল ক্রাফট লিমিটেড ৭ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার, ফরচুন সুজ লিমিটেডের ৭ কোটি ৩২ লাখ ৫ হাজার লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ৭ কোটি ২৯ লাখ ৭৫ হাজার, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড ৭ কোটি ২১ লাখ ৮১ হাজার ওয়াটা কেমিক্যালস লিমিটেড ৬ কোটি ৩৫ লাখ ৯২ হাজার, ব্যাংক এশিয়া ৫ কোটি ২৪ লাখ ৬৮ হাজার, ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ কোটি ২৪ লাখ প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড ৫ কেটি ২০ লাখ ৪৭ হাজার, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪ কোটি ৮৯ লাখ ২৬ হাজার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড ৪ কোটি ৮২ লাখ ১৩ হাজার, ইর্স্টান কেবলস লিমিটেড ৪ কোটি ৭০ লাখ ৮২ হাজার, সিটি ব্যাংক লিমিটেড ৪ কোটি ৬৮ লাখ ৯০ হাজার, জেএমআই সিরিঞ্জেস এন্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের ৪ কোটি ৬৭ লাখ ১৩ হাজার বাংলাদেশ সিনো-বাংলা লিমিটেডের ৪ কোটি ৩৮ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
এসএমজে/২৪/ঝি

Tagged