দেশের বাস্তবতায় আলাদা দুটি পুঁজিবাজার কতটা জরুরি?

জুতার মাপে পা নয়, পায়ের মাপে জুতা বানাতে হয়- বর্তমান সময়ে এটি আর নতুন করে বলার অপেক্ষা থাকে না। তারপরও আমাদের দেশে অনেক ক্ষেত্রে বিষয়টি ঘুরেফিরে সামনে চলে আসে। সব ধরনের উন্নয়নই হওয়া উচিত দেশের বাস্তবতা বিবেচনা করে। বর্তমানের সঙ্গে খাপ খাওয়াতে না পারলে অতীতের অনেক পদক্ষেপই ফের বিবেচনা করতে হয়। এমনই একটি বিষয় হচ্ছে আমাদের দেশে আলাদা দুটি পুঁজিবাজার- ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আবার একই কোম্পানি দুটি এক্সচেঞ্জই তালিকাভুক্ত রয়েছে, এমনও আছে। এসব কোম্পানির শেয়ার একই দিন ভিন্ন ভিন্ন দরে লেনদেন হচ্ছে। কী কারণে দেশে দুটি পুঁজিবাজার রয়েছে বিষয়টি পরিস্কার নয়।

সবার আগে আমাদের বিবেচনায় রাখা উচিত দেশের বাস্তবতা ও প্রয়োজন। এটি না হলে আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তাই দুটি পুঁজিবাজার করে দুটি ব্যবস্থাপনার ব্যয় বহন দেশের উন্নয়নে কতটা কাজে লাগছে, এটি ভাবা প্রয়োজন। এ বিষয়ে আমরা আগেও লিখেছি, এখনও লিখছি। কিন্তু কোনো ধরনের প্রতিকার হয়নি। তারপরও আমরা আশাবাদী, বিষয়টি সংশ্লিষ্টরা ভেবে দেখবেন।

Tagged