ডিভিডেন্ড নিয়ে তালবাহানা: করোনার গচ্ছা কি কেবল বিনিয়োগকারীদের?

পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলছেন বিনিয়োগকারীরা। জেড’ ক্যাটাগরির জঞ্জালে যেন না পড়তে হয় সেজন্য নামেমাত্র ডিভিডেন্ড দিয়ে ক্যাটাগরি টিকিয়ে রাখছে কোনো কোনো কোম্পানি। যেকোনো বছরের তুলনায় ২০১৯-২০ অর্থবছরে ডিডিডেন্ড কম দেয়ার প্রতিযোগিতা চলছে কোম্পানিগুলোর মধ্যে।

বিনিয়োগকারীদের অভিযোগ, করোনা মহামারির কারণে ২০১৯-২০ অর্থবছরে ওইসব কোম্পানির পরিচালন ব্যয় ঠিকই হয়েছে। এ ক্ষেত্রে করোনার গচ্ছা শুধু বিনিয়োগকারীরা দেবেন কোনো?

বিনিয়োগকারীদের টাকায় ব্যবসা করেও বছর শেষে ডিভিডেন্ড দিতে কষ্ট হচ্ছে কোম্পানিগুলোর। অনেক কোম্পানি চাইলে আরো ভালো ডিভিডেন্ড দিতে পারে। কোম্পানির রির্জাভের পাহাড় থাকলেও বিনিয়োগকারীদের কোন উপকারে আসছে না। পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ নামমাত্র ডিভিডেন্ডের প্রতারণার বিষয়টি বিএসইকে তদন্তের দাবিও জানিয়েছে।

বিনিয়োগকারীদের দাবি অমূলক নয়। কোম্পানিগুলো করোনাকালীন ক্ষতির দায় পুরোটা বিনিয়োগকারীদের ওপর চাপাতে পারে না। এক্ষেত্রে মানবিক এবং যৌক্তিক আচরণ করা দরকার। কারণ বিনিয়োগকারীদের বাদ দিয়ে কোম্পানিগুলোর স্বার্থ রক্ষার বিষয়টি কাম্য নয়। এ ক্ষেত্রে কোম্পানিগুলো কতটা সঠিক পন্থা অবলম্বন করছে সেটি খতিয়ে দেখা উচিত বিএসইসির।

Tagged