এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের ফেমিলিটেক্স (বিডি) লিমিটেড ৩০জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য কোন লভ্যাংশ (ডিভিডেন্ড) ঘোষণা করেনি।
গতকাল বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী ৩১ ডিসেম্বর ২০১৯ সকাল সাড়ে ১০টায় চট্রগ্রামের রেশমি কমিউনিটি সেন্টারে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা(এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে ২৬ ডিসেম্বর।
কোম্পানিটির এ বছর শেয়ারপ্রতি আয়(ইপিএস) হয়েছে ০.০৭৯ টাকা। আগের বছর ছিল ০.০৭২ টাকা। নেট অ্যাসেট ভেল্যু (এনএভি) হয়েছে ১১.৬৩ টাকা। আগের বছর ছিল ১২.২৯ টাকা। এ বছর নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস)হয়েছে ০.১২ টাকা এবং আগের বছর ছিল ০.০৮ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটির শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার থাকবে না। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)
এসএমজে/২৪/ঝি