ডিভিডেন্ড ঘোষনা করেছে প্রাইম ব্যাংক

এসএমজে ডেস্কঃ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৩.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করছে।
গতকাল (১৪ মে) বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আলোচিত বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়। প্রাইম ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ শেয়ার প্রতি আয় (ইপিএস ) হয়েছে ১.৪৭ টাকা। আগের বছর একই সময়ে ছিল ২.০১ টাকা।

অন্যদিকে এককভাবে শুধু প্রাইম ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস ) হয়েছে ১.৭৭ টাকা, যা গত বছের একই সময়ে ছিল ১.৯৩ টাকা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ২৩.৪৬ টাকা; আর এককভাবে ২৩.৬৫ টাকা।

আগামী ৯ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জুন।
এসএমজে/২৪/রা

Tagged