ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড  ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ  ডিভিডেন্ড ঘোষণা করেছে এর মধ্যে ৭.৫০ শতাংশ নগদ লভ্যংশ ও ৭.৫০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে।  আগামী ৫ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। আগামী ৩ জুন কোম্পানিটির রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৬ টাকা  । একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২. ১৫ টাকা । গত বছর একই সময়ে ইপিএস এর পরিমাণ ছিলো ২.২৬ টাকা ও এনএভি ছিল ২০.৬০ টাকা । সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/সা