ডিএসই এসএমই মার্কেটে কোম্পানির প্রসপেক্টাস জমা শুরু

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ (এসএমই) প্লাটফর্মে কোম্পানির প্রসপেক্টাস জমা শুরু হয়েছে স্বল্প মূলধনী কোম্পানি হিসেবে প্রথম আনুষ্ঠানিক ভাবে প্রসপেক্টাস জমা দিয়েছে মিরা অ্যাগ্রো ইনপুটস লিমিটেড।ডিএসইর সূত্রে জানা গেছে।

জানা যায়, প্রসপেক্টাস গ্রহণ করেন এসএমই ডিপার্টমেন্টের প্রধান সৈয়দ ফয়সাল আবদুল্লাহ৷ এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর পক্ষে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক . আবুল হাশেম, পরিচালক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, অধ্যাপক . মোঃ মাসুদুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান, এইচ ডি এমসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, শেয়ারহোল্ডার মিনহাজ মান্নান ইমন এবং ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন পাটোয়ারী, এফসিএমএ, (ইনচার্জ) সিটিও মোঃ জিয়াউল করিম এবং কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান এবং মিরা অ্যাগ্রো ইনপুটস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মামুন, এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিইও মোহাম্মদ ওবায়দুর রহমান পরিচালক সিওও মোহাম্মদ ফেরদৌস মজিদ৷

উল্লেখ্য, যে মিরা এগ্রো ইনপুটস লিমিটেড ২০১৬ সালের ১০ জানুয়ারি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়৷ পরবর্তীতে ২০১৯ সালের ফেব্রুয়ারী এটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে৷ কৃষি পণ্যে বীজ জাত উন্নয়ন, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ বাজারজাতকরণ, মিরা অ্যাগ্রো ইনপুটস লিঃ এর প্রধান ব্যবসায়িক কার্যক্রম৷ জমাকৃত প্রসপেক্টাস বিএসইসি এবং ডিএসই যাচাই বাছাই মূলধন উওোলন পূর্বক ২০২০ সালের প্রথম প্রান্তিকে লেনদেন হবে বলে আশা করা যাচ্ছে

এসএমজে/২৪/এম এইচ

Tagged