টানা পতনে দিশাহারা বিনিয়োগকারীরা

একের পর এক ধস দেখা যাচ্ছে পুঁজিবাজারে। বড় দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারও (২৪ জুলাই) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন বিদ্যুৎ ও জ্বালানি, ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক কমেছে ৭৪ পয়েন্ট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৬০ পয়েন্ট। সূচকের পাশাপাশি লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন কমেছে। ফলে ঈদ পরবর্তী টানা নয় কর্মদিবসই দরপতন হলো পুঁজিবাজারে। টানা দরপতনে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা।

বোরবার বাজারে দিনের শুরু থেকে ক্রেতার তুলনায় শেয়ার বিক্রির চাপ বেশি ছিল। ফলে এদিন মাত্র ১৪ কোটি ৪৫ লাখ ৩৯ হাজার ৫৭টি শেয়ার কেনা-বেচা হয়েছে। এতে মোট লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৯৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ৬৭৬ কোটি ৯৩ লাখ ৪১ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

বর্তমান বাজার পরিস্থিতিকে মহা ধস বলা যায়। প্রতিদিনই মোটা অংকের সূচক পড়ছে। এটি শুধু বিনিয়োগকারীরা নন পুঁজিবাজারের জন্যও অশনি সংকেত।

Tagged