টপটেন গেইনারের শীর্ষে থাকা কোম্পানী

এসএমজে ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরী লিমিটেড। শেয়ারটি সর্বশেষ ১০৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ বা ৯ টাকা ৫০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ শেয়ার সর্বশেষ ১০৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৪ লাখ ৩১ হাজার ২৭৮ টি শেয়ার ১ হাজার ৫৫২ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৪ কোটি ৪৬ লাখ ৬৯ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টিউবস্ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ বা ১৫ টাকা ২০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ১৬৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ১২ লক্ষ ৪২ হাজার ৪৩৫টি শেয়ার ৩ হাজার ৩৪৬ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ২০ কোটি ২০ লাখ ৬৪ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা শীপহার্ড ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ বা ৩ টাকা ৪০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ৩৮ টাকা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ২ লাখ ৯৩ হাজার ৯৯৪ টি শেয়ার ৩০০ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ১ কোটি ৯ লাখ ২৮ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে এটলাস বাংলাদেশ লিমিটেডের ৮ দশমিক ৯৬ শতাংশ, ভেনগার্ড মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৬২ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৮ দশমিক ২০ শতাংশ, লেগেসি ফুটওয়্যার লিমিটেডের ৭ দশমিক ২৮ শতাংশ, রানার অটোমোবাইলস্ লিমিটেডের ৬ দশমিক ৬০ শতাংশ, সিনোবাংলা ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ৬ দশমিক ৩৩ শতাংশ ও গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ দশমিক ৮২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এসএমজে/২৪/বা

Tagged