জেড ক্যাটাগরিতে গেল আরএন স্পিনিং

এসএমজে ডেস্ক:

পুজিবাজারের তালিকাভুক্ত আরএন স্পিনিং মিলস আগামীকাল থেকে ‘জেড’ ক্যাটাগরির আওতায় শেয়ার লেনদেন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটলমেন্ট অব ট্রানজেকশন) আইন,২০১৩ অনুযায়ী ছয় মাস উৎপাদনে না থাকলে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়।

আইনানুসারে, বস্ত্রখাতের আরএন স্পিনিং মিলস লিমিটেডের বিগত ছয় মাসের বেশি উৎপাদন বন্ধ থাকায় ‘এ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে এসেছে । জেড ক্যাটাগরিতে শেয়ার লেনদেনে কোনো মার্জিন সুবিধা পাওয়া যাবে না।

 গত ৮ এপ্রিল আরএন স্পিনিং মিলসের ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফ্যাক্টরির প্রায় অধিকাংশ অংশ ক্ষতিগ্রস্ত হয়।  কোম্পানিটির কারখানায় পুনরায় উৎপদন করতে আরও দুই বছর সময় লাগবে । এই দুই বছরের মধ্যে কোম্পানিটির কার্যালয় নির্মাণ করা হবে এবং নতুন উৎপাদন যন্ত্র আনা হবে বলে জানা গেছে।

 এসএমজে/২৪/মি

Tagged